জোছনা বাগিচায় রূপসী দেখে তায়
মুগ্ধ হলো আঁখি,
চাঁদের রূপমায়া ছেয়েছে তনুকায়া
লাবণী দিলো মাখি।
বনবীথিকা মাঝে চারুলতা বিরাজে
বনদেবী যে রূপে,
অপ্সরা সমান পায় যে সম্মান
প্রেমিক দেখে চুপে।
চঞ্চল চরণে কিঙ্কিনী রতনে
প্রেমে জড়ায়ে রাখে,
মোহময়ী ললনা তন্ময় মগনা
সাধে সুরের রাগে।
বিটপের ছায়ায় ফুলের বিছানায়
কভু হরিণ সাথে,
কচি ঘাস পাতাতে স্নেহ মমতাতে
মুখেতে ধরে হাতে।
যৌবন সরসী রূপবতী প্রেয়সী
বিঁধে মদন বাণে,
প্রেমের কজ্জল রূপে উজ্জ্বল
আবেশ জাগে প্রাণে।
বিধুমুখী চাঁদনী ললিত সুলাবণী
ঘায়েল প্রেম তিরে,
সুমধুর ভাষ্যে লজ্জিত হাস্যে
কুণ্ঠা তারে ঘিরে।
শ্রেয়সী গরবিনী নূপুর রিনিঝিনি
ছুটে বেড়ায় হেসে,
চারুলতা চপলা নন্দিনী অবলা
মধুর হাসি রেশে।