যা পাই তা ভুল করে পাই, যা চাই তা পাইনা কেন? চাওয়া পাওয়ার এক অদ্ভুত মেলবন্ধন।
সব চাওয়া পাওয়া হয় না কখনো। পেলে সদা হারাই হারাই ভয়! না পাওয়াতেই আনন্দ বেঁচে রয়!মন বাড়িয়ে, এই মনটাকে কেউ কি ছোঁয়?
রাতের আকাশে চাঁদ, সবাই দেখে, সে যে দৃষ্টিসুখ। চাঁদের বুকে গভীর কালো ক্ষত কেউ কি বোঝে! দুঃখের গভীরে খুঁজে পাওয়া অন্য অজানা অসুখ। হাস্যমুখে বয়ে চলে তাই মন যমুনার সুখ!
ডুবতে থাকা সময়,সেও তো মহাকালের রূপ!
তাই,আমরা যা পাই,তা হারাই না কখনো।মুহুর্ত হয়ে রয়ে যায় …হৃদয়ের আনাচে কানাচ! যা যথার্থ পাই না তাই হারাই। কোন জিনিস টা আমরা পেয়েছি আর কোন টা পাইনি তখনই বোঝা যায়….
যখন তা আমাদের হাতের নাগাল থেকে এক বুক অভিমান নিয়ে শত যোজন দূরে সরে যায়।
হঠাৎ কালবৈশাখী এলো। অন্ধকার করে,কালো মেঘ ঘনালো সারা আকাশ জুড়ে। ভিতরে বাইরে তুমুল বৃষ্টি ঝড়।
এক পশলা বৃষ্টি আসুক হদয়ের উঠোন জুড়ে, বৃষ্টির প্রতিটি ফোটায় শব্দ সৃষ্টি হোক,ছুঁয়ে দিক আমায়। ছোট্ট এই জীবনে সরলতা থাকুক, থাকুক একটু খুশীর ছোঁয়া, চাওয়া পাওয়ার হিসেব সব নিপাত যাক!
মন খারাপের ভাবনা গুলো দূরে কোথাও যাক না উড়ে!
জল সপসপ উঠোন জুড়ে ভিজবো আমি ভিজবে তুমি এমন ভাবনায় গুঁড়ো গুঁড়ো নীল স্বপ্ন দুচোখে মেখে।