আজ এই মহামারী অতিমারীর দিনে,
পড়াশোনা চলেনা মুঠোফোন বিনে,
বন্ধ স্কুল কলেজ ভুগছে গতিহীনে;
সীমিত পড়াশোনা দিন গুনে গুনে।
সরস্বতী পূজোর দিন হয়েছিল হাতেখড়ি,
এখনও বছর ঘুরে স্কুল তার আপন বাড়ি,
নেই খোলা মাঠে শৈশবের সেই হুড়োহুড়ি;
বিপন্ন বাস্তবে স্বাধীনতা কেড়েছে অতিমারী।
গরীবের ছেলেদের হাতে নেই মুঠোফোন,
তাদের স্কুলগুলোতে আজ ব্যর্থ শিক্ষাদান,
সকাল থেকে সাঁঝ চলে বদ্ধ ঘরে যাপন;
নিরন্তর নিম্নগামী আজ শিশু শিক্ষার মান।
বড় বড় স্কুলে চলছে যদিও অনলাইন ক্লাস,
মোবাইল,ল্যাপটপেই শিশুদের উচ্ছ্বাস,
ক্লাস শেষে গেম খেলায় হচ্ছে সর্বনাশ;
এই হলো অনলাইনে পড়াশোনার ইতিহাস।
পায় না আজকের শিশুরা মুক্ত আবহ,
বন্দী জীবন যে শিশু মনের কাছে দুর্বিষহ,
বন্ধু বান্ধবহীন হয়ে বায়না বাড়ছে অহরহ;
পড়ার থেকে বাড়ছে বেশি মুঠোফোনে মোহ।
জাতির ভবিষ্যতদের ঘটাতে পরিণমন,
আজ চাই অতিমারীর প্রতিষেধক ভ্যাকসিন,
খুললে স্কুল শিক্ষার হবেই হবে মানোন্নয়ন;
শিশুদের পড়াশোনার জন্য চাই মুক্ত বাতাবরণ।।