এ চাঁদ না আমার না কখনো তোমার
তবু মন ছুঁতে চায়,
বারম্বার সবে স্পর্ধিত সরবে
চাঁদ বিজয়েতে ধায়।
চাঁদের রূপরাশি মুগ্ধ ধরা বাসী
অরূপ মায়াতে ভরে,
কত শত কাব্যে সুললিত শ্রাব্যে
কবির লিখনী ঝরে।
জোছনার ঝলকে অনুরাগে পুলকে
প্রেমিক হৃদয় মাঝে,
চন্দ্রমল্লিকা হৃদয়ের মালিকা
নয়নে আবেশ সাজে।
ঝলসিত চাঁদনী অরূপ মায়া ফাঁদে
মোহাচ্ছন্ন করে,
আকণ্ঠ তিয়াসে এক চিলতে আশে
তৃষ্ণা মেটার তরে।
দিবসের শেষেতে সাঁঝবেলা ঘেষিতে
আবছা আঁধারী ছায়া,
ঝোঁপে ঝাড়ে মাঝারে জোনাকির বাহারে
মোহিনী আলোক মায়া।
চাঁদের দেশে বুড়ি গল্প আছে ঝুড়ি
দেখিতে গেলো যে সবে,
উঁচু উঁচু পাথরে মাটি ভরা গতরে
চোখ কপালেতে তবে।
যাই সেথা থাকনা মেলে মন পাখনা
দুর্বার টানে বুকে,
মায়াময় হাসিতে জোছনার রাশিতে
মন ছুটে চলে সুখে।