সেদিন,
ধূসর আলোয় যারা ভিজেছিল
সেই সদর রাস্তা আড়াল কʼরে বʼসে
আমাদের দিকে—
একরাশ ঘৃণা শুধু ছুড়েছিল
রাতশেষে নক্ষত্রের মায়ায় কেঁদেছিল
যারা ; আজ কোথায় ওরা ?
নাকি মিশে গেছে তোমার আমার
চাওয়া-পাওয়ার তলে, চূর্ণিত অবহেলার মাঝে !
যেদিন,
সেই ধোঁয়াশার স্পর্শে শত শত
শহরতলির চোখগুলো ঝাপসা হয়ে যাবে ,
আমার পথ চেয়ে রইবেনা কোনো পরিবর্তনের
রাত ; কিংবা কোজাগরীর চাঁদ—
ওরা ফিরে আসবে ; জনমের বোঝা মাথায় নিয়ে ,
এ মাটির স্বাদ বুঝে নিতে—
এ মাটির রং মেখে নিতে।