চাঁদটা আজ আধো আধো মেঘে ঢাকা;
কিছুটা দেখা যাচ্ছে আর কিছুটা দেখা যাচ্ছে না।
আসলে কিছু ছেঁড়া ছেঁড়া মেঘ এসে
চাঁদটা কে জোর করে ঢেকে দিতে চাইছে।
তবু পৃথিবীর মানুষ সেই চাঁদের আলো উপভোগ করার জন্য উন্মুখ হয়ে থাকে।
হয়তো মেঘেরা ভয় পেয়েছে, কিংবা বাধ্য হয়েছে।
ওরা ভেবেছে চাঁদকে ঢেকে দিতে পারলেই
শুক্লপক্ষের রাতগুলোও অমানিশার রাতের মতোই অন্ধকারে থাকবে।
হোক না পৃথিবীবাসীর মন বিষন্ন, ভারাক্রান্ত!
ওরা শুধু খুঁজে খুঁজে মরুক চাঁদের আলোর সুধা।
অমানিশার রাতগুলো উল্লাস করে নিক্।
তবে চাঁদকে দেখতে পাওয়া গেল না বলে
পৃথিবীবাসী চাঁদকে ভুলে যাবে,
এমনটা তো কখনই হবে না !
একসময় তো মেঘ বাধ্য হবে চাঁদের ওপর থেকে সরে যেতে !
আর তখনই চাঁদের সঙ্গে পৃথিবীবাসীর প্রেম প্রাণ ফিরে পাবে !