সব বাঙালি ভুড়ি ভোজে
থাকে রসগোল্লার খোঁজে
রসে ডুবে থাকে যেন ভাই
মাটির হাঁড়ি তাই যে চাই।
বিয়েবাড়ির শেষ পাতে হায়
রসনা মিষ্টি স্বাদে তৃপ্তি পায়
পেলাম যেই ভালো ফলাফল
পেট ভরে রসগোল্লা খাই চল।
অনুষ্ঠান জন্মদিন পৈতে বাড়ি
রসগোল্লা আসছে হাঁড়ি হাঁড়ি
সারারাতে দুধ কাটিয়ে ছানা
ফুটিয়ে রসে হবে সে চাঁদপানা।