চলো, আবার বদলে যাই—-
এ বসন্তে পাল্টাই হিসেবের খাতা
চাওয়া-পাওয়ার সীমানা ছেড়ে
আর কত দর কষাকষি—
বরং আঁকড়ে ধরে সময়টাকে
অভিমানটুকু ভাসিয়ে সাইক্লোনে,
বৃষ্টি বিলাস মন বিরত থাকুক
পড়ন্ত গোধূলির ছায়ায় কৃষ্ণচূড়ার
নির্লিপ্ত প্রতিচ্ছবি দুই চোখে মাখতে,
চলো, সব ভুলে নতুন করে
দুর্দান্ত সাহসী হয়ে উঠে
একরাশ মুগ্ধতা রেখে ঠোঁটে
জীবনের সকল শাসন উপেক্ষা করে
আপন নির্বুদ্ধিতায় হেসে
কোন ফরমালিটিজ না দেখিয়ে
নিজেকে প্রকাশ করি অনায়াসে,,,।