নীল যন্ত্রণায় কেটেছে অনেক প্রহর;
অবলম্বনহীন অযুত স্বপ্নে,
অনুত্তাপে ঝরাপাতার কালবেলা –
চারপাশে তাকাই …
নিরুত্তর
জনহীন
সময় থমকে দাঁড়ায় ,
এগোই পথের সাথে মাভৈঃ বলে………..
ভেবো না প্রতীক্ষায় রয়েছি;
কেউ সাজিয়ে রাখেনি বৈঠকখানা
জলসাঘর
ঝাড়বাতি
মঙ্গলঘট ……….
তবুও হাত বাড়িয়েই রাখি, যদি ?
পদধ্বনি এগিয়ে আসে তমসায় ,
চিরকালীন প্রথা ভেঙে………..