১
কয়েকটা টুকরো দিয়ে তোমাকে গড়বো বলে ভাঙি
জোড়া কি অতই সহজ অথবা ভাঙা
নৈশব্দ খুঁজে খুঁজে এতদূরে এসে
বিলগ্নী নিঃশেষ খাতা ছিঁড়ে উড়ে যায়
একাকিত্বের ধনুষ্টংকার ক্রমশ বেঁকায়
একই বৃত্তে ঘুরি চারপাশ – তুমি কোথায়!
নেই কেউ কোথাও আর,ফেলে আসা কত জেদ ছিল
সব অস্থির তাড়না প্রবণ প্যাচানো জড়ানো হয়ে কিমাকার
প্রেম ভালবাসা স্বীকার অস্বীকার আত্মতুষ্টির
তৃপ্ত অঙ্গীকার, স্বমহিমায় বেড়ে যায়
সেখানে কবর-ফুল প্রেম গন্ধ মিশে তোমার খোপায়
যাকে তুমি-আমি ভালবাসা বলি
২
টিনের চাল উড়ে গেলে এখন শুধু সমাজ সংস্কার
কাঁদে না কেউ, মহান ত্রানদাতা আদর্শ মিশন আরো অনেকে আগে পিছে ফেউ পূণ্য খোঁজে
সংবাদ টিআরপি বাড়ায় বহু চঞ্চলা আবেগ চিৎকার
পাল্টায় না কিছুই, উৎস নষ্ট হলে কে পোছে কাকে
কেননা আসছে বছর আবার হবে
৩
অধিকার জাহাজে চলেছে ভিন দেশে তারাই সম্বল
বিদেশি মুদ্রা কিছু আসে
ভালবেসে তারা অন্তত সংগমে যাবে
বিনা নিষেধ আজ্ঞায়,দেশী শ্রম ফসলের মূল্য
ফুটো বাটি পেতে দেবে নির্দ্বিধায়
ভালবাসা মেখে নেবে প্রেমা অনুদান বাদামি বামনে
যথা আলোকবর্ষ দূরে কিছু আশার সঞ্চয়
৪
স্বাধীনতা দিবসে অন্তত এসো পেয়ে যেতে পার
জিলিপি কম্বল আর মঞ্চ ঝংকার
এ সব তোমারই প্রাপ্ত অধিকার
শুনে শুনে মেনেছ নিশ্চয়