টগবগ টগবগ ঘোড়া ছোটে
খোকা কেমন হাসে,
খুকুমণি ভয় পেয়েছে
কাঁদে দেখি ত্রাসে।
টাট্টু ঘোড়া 🐎 চড়ে খোকা
খুঁজতে যাবে মা’কে
মনের কথা মনে থাকে
বলবে খোকা কাকে!
এলাহাবাদ ছিল যখন
ঘোড়ার গাড়ি চড়ে,
ঘোড়ার ক্ষুরে পেরেক পোতা
ঘোড়া ভোগে জ্বরে।
ঘোড়া জানে রণ কৌশল
বীরের সাথে চলে,
ছুটতে ছুটতে ঘোড়া দেখি
কখনো না টলে।