নীল গোলাপী হলুদ সাদা
নানান ঘুড়ি উড়ছে বায়,
মেঘের দেশে দিচ্ছে উঁকি
লেজ নাড়িয়ে ব্যোম সীমায়।
হাওয়ার তালে নেচে নেচে
এদিক ওদিক কেবল ধায়,
কাঁপছে হঠাৎ থরথরিয়ে
দমকা বাতাস লাগলে গায়।
পেটকাটি আর চাঁদিয়ালের
চলছে দ্বন্দ্ব কঠিন চাল,
লাগলে প্যাঁচ ভোকাট্টা হলে
সাধ্যি কার পায় ঘুড়ির নাগাল।
কচিকাঁচা দেখছে যারা
দৌড়ে চলে ঘুড়ির সাথ,
উল্লাসে সব ছুটে দলে
ধরতে ঘুড়ি নেশায় মাত।