হাওয়ার সাথে পাক খেতে খেতে
একটা ঘুড়ি উড়ে এসে পড়ল ছাদে।
হয়তো অন্য আর একটা ঘুড়ির সঙ্গে
লড়াইয়ে হেরে গিয়ে ও এখন বাঁধন ছাড়া ।
যখন ও সবে নতুন নতুন, তখন তার কত যত্ন !
যত্ন করে কল খাটানো ,
ভালো মাঞ্জা দেওয়া সূতোয় বেঁধে আকাশে ওড়ানো।
যদিও প্রথমে ও উড়তে চায়না,
তারপর যখন ও হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে
উড়তে শুরু করে; তখন মনের স্ফূর্তিতে উড়তে থাকে আকাশে।
আরো উঁচুতে ওড়ার স্বপ্ন দেখে।
আকাশটাকে ছুঁতে একটু একটু করে এগিয়ে যায়।
” কিন্তু একি, হঠাৎ কি হলো ,
সূতোয় টান পড়ছে কেন ? “
ও দেখে ওরই মতো অন্য একটা ঘুড়ি আকাশে উড়ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে ।
মনে পড়ে যায়,ও যে সূতোয় বাঁধা !
অন্য ঘুড়িটাকে জোর করে ওর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে।
ও প্রাণপণ চেষ্টা করছে ছেড়ে বেরিয়ে আসতে,
কিন্তু পারে না।
ও পরাজিত হয়।
সূতো ছিঁড়ে যায় লাটাই থেকে।
আকাশ ছোঁয়ার স্বপ্ন হাওয়ার দাপটে লাট খেতে খেতে
মাটিতে পড়ে গড়াগড়ি খায়।
ও তবু আকাশ ছোঁয়ার স্বপ্ন ত্যাগ করে না !
হয়তো আবার নতুন করে আকাশ ছুঁতে
পত পত করে উড়ে যাবে আকাশের দিকে
হাওয়ার সাথে তাল মিলিয়ে।