কালো ঘন মেঘ ছেয়ে আকাশের বুকে
আনলো ডেকে তিমির ঘন আঁধারকে
আলোর ঝলকানি গর্জে উঠলো নেচে
জড়িয়ে বাহুদু’খানি টেনে নিল কাছে।
আজ উঠেছে জমে মেঘবৃষ্টির খেলা
আবেগী মনে মান অভিমানের পালা
শীতল বাতাসে লাগিয়ে হৃদয়ে দোলা
কাব্যতরী দিয়েছে খুলে মনের জানলা।
কাল হয়তো সব মেঘ সরবে দূরে
গুনগুন করে গাইবে না গান সুরে
রাখবে না বুকে ধরে আর উষ্ণ আদরে
শীতল উদাসী মন রবে অনাদরে।
দেখবে না কাল কে আছে আর পেছনে
হাসবে না মন আর খুশির প্লাবনে
প্রেমের জোয়ারে যাবে না ভেসে দুজনে
রঙিন স্বপন বুনবে না আর মনে।