সরিষা ফুলেতে দু’ধার জমিতে
হলুদ বাহার রাগে,
মিঠেল রোদ্দুরে জমি মাঝে ঘুরে
বিশ্রাম নেয় যে ছাগে।
গ্ৰাম্য মেঠো পথ নেই যান রথ
বাইসাইকেল মাত্র চলে,
দূরে দূরে গ্ৰাম জমি ডান বাম
শূন্য পথ পলে পলে।
দিগন্ত রেখায় ছায় নীলিমায়
খেজুরের গাছ বাঁকা,
সবুজের শোভা স্নিগ্ধ মনোলোভা
ধরাতে কোলাজ আঁকা।
জমি মাঝে ফুলে শ্যামা পাখি দুলে
শিস তুলে গায় গান,
দূরে ধান ক্ষেত পাশে বাঁশ বেত
দেখে শোভা মুগ্ধ প্রাণ।
চেয়ে দূর পানে সুদূরের টানে
দেখি সাদা বক চরে,
পাখে সাঁটে পলে যায় উড়ে দলে
কত সুখে নভ ‘পরে।