বাংলাদেশের ছয় ঋতুতে
নানান ফলের মজা;
আনন্দতে লুটোপুটি
গান গাহিছে গজা।
গরমকালে ফলের বাহার
আম কাঁঠালে ভরা;
লিচু কিউই জাম জামরুলে
হাসছে দেখো ধরা।
গরমেতে তরমুজের রস
আম্র ফলের রাজা ;
খরমুজ তালশাঁস শশা খেলে
শরীর থাকে তাজা।
পাকা পেঁপে খাওয়া ভালো
লিভার ভালো থাকে;
পাকা আতা কাঁঠাল গন্ধে
ম ম করে রাখে।