প্রচন্ড দহনে আজ দগ্ধ বসুন্ধরা,
তীব্র দাবদাহে শুধু উষ্ণ বায়ু বহে;
ধূলা ওড়ে বায়ু বহে অস্থির যে ধরা,
ঘাম ঝরে দর দর রৌদ্র তাপ সহে ;
জীবজন্তু কেঁদে মরে জল দাওত্বরা,
ফসল কাটিতে চাষি রৌদ্র তাপে দহে;
নদী- নালা শুষ্ক প্রায় কী যে তীব্র খরা,
পাকা ধান কেটে চাষি আঁটি সবে বহে।
গ্রীষ্মের প্রকৃতি দেখে দিশেহারা মন ,
কালবৈশাখীর ঝড়ে তছনছ সব;
অসহায় দুখীজনে আতঙ্কিত রন,
বরষা নামুক তবে চায় প্রাণীজন;
বিপদ নাশিতে তাই দেবতারে কহে,
কাতর মিনতি সুরে করে সবে স্তব।