লাল হলুদ কমলা সাদা
বাংলার পুষ্প রানি,
মাঠে ঘাটে ফুটে থাকে
কুটুস নামে জানি।
কুটুস গাছের ফুলের মধু
তিতলি এসে চাটে
মধু খেতে শিশুদের দল
ঘুরত মাঠে ঘাটে।
গন্ধহীন এই কুটুস ফুলে
গ্রামের মাঠে ভরা,
বর্ষাতে গাছ বাড়তে থাকে
সুন্দর লাগে ধরা।
লাল হলুদ কমলা সাদা
বাংলার পুষ্প রানি,
মাঠে ঘাটে ফুটে থাকে
কুটুস নামে জানি।
কুটুস গাছের ফুলের মধু
তিতলি এসে চাটে
মধু খেতে শিশুদের দল
ঘুরত মাঠে ঘাটে।
গন্ধহীন এই কুটুস ফুলে
গ্রামের মাঠে ভরা,
বর্ষাতে গাছ বাড়তে থাকে
সুন্দর লাগে ধরা।