কবে নাকি সূর্য গ্রহণ, পৃথিবী কি সূর্যের প্রেমিকা মতন!
এতো আদরেতে সে জড়ায় অবিকল প্রিয়ারা যেমন।
ছায়া দিয়ে মায়া হয়ে যায়, দিনরাত এক হয়ে যায়-
আর একবার ফিরে চাও, দেখো লোক কি বিস্ময়ে চায়।
ঘুম চোখে জড়িয়ে যে আসে, আকাশের তারা বুঝি চায়-
আজ এই মেঘলা দিনেতে, তাকে বুঝি ডেকে বলা যায়।
বিছানায় শুয়ে শুয়ে ভাবি, দিনরাত এক হয় যদি
প্রিয়াকে জানাবো সে কথা, এমন দিনেতে প্রেম হয়।
সাগর কি গর্জে ওঠে, আছড়ে পড়ে সে কতো জোরে,
ওর বুকে জানো কতো ব্যথা, বেলাভূমি জানে সে বারতা।
পাখিরা আকাশে কথা বলে, ফিরে আসে ভেবে সাঁঝ বেলা,
শরীরে কি ভালোবাসা দোলে, গ্রহণ হোক না সারাবেলা।
একদিন এই ভালোবাসা, দফায় দফায় বারি ঝরে,
যে মায়ায় পৃথিবী জড়ায়, সূর্য ডোবে লালে লাল হয়ে।
লজ্জা কি সূর্য ও পায়, কি জানি কি বলে চলে যায়,
আঁধারের পারে চুপিসাড়ে, পৃথিবী কি মায়াতে জড়ায়।
গ্রহণ ছাড়লে স্নান খাওয়া নতুন রান্না ঘরে ঘরে
গ্রহণের এতটা ক্ষমতা ক্ষিধে দূর করে দিতে পারে।
গ্রহণ তো প্রকৃতি খেয়ালে কোনো কু সংস্কারে নয়
বিজ্ঞান ভিত্তি দেওয়ালে কার্যকারণে গ্রহণ হয়।।