গোলাপ দিবস যত পাকামি
সহ্য হয় না এই ন্যাকামি
শিথিল হলে পিড়িতির আঠা
খোঁচায় তখন গোলাপ কাঁটা।
এই দেখি আছি কারো বুকে
কাল দেখি পড়ে থাকি পাঁকে
গোলাপ দিন বলে সবাই নাচে
ভালবাসা শুধুই গোলাপেই বাঁচে?
পড়লে প্রেমে নজর পড়ে
দর কষিয়ে দাম যে বাড়ে
আমায় তখন রাখে বুকে
জড়িয়ে ধরে চোখে চোখে।
মিষ্টি সুবাসে মুগ্ধ প্রাণে
হৃদয় ভরাই সবাই জানে
রাণী বলে তাই তো মানে
গোলাপী আতর মনটা টানে।
কুসুমিত প্রাণ বুকে কাঁটা নিয়ে
কি হবে গোলাপ রাণী হয়ে?
রাগ অনুরাগে হৃদয় ভরে
প্রেমিকা থাকে কি প্রেমিক অন্তরে?
গোলাপ পাপড়ি প্রাণ ভরে
সুবাস ছড়িয়ে সবার মনে
শান্তি সুধা আনে হৃদয় জুড়ে
খুশি হয় নিজে সেতু বন্ধনে।