পাতার গাড়ি চড়তে মজা
ছেলেবেলার খেলা,
শুকনো পাতা সুপারির ওই
পড়ল দেখি মেলা।
পাতার পরে বসলো চেপে
গাড়ি চড়বে বলে,
অপর দিকে টানছে খোকা
গায়ের জোরের তলে।
মেঠো পথে হা হা হি হি
খোকা খুকু হাসে,
উড়ছে যেন ঘোড়ায় চড়ে
মেঘের বাড়ি ভাসে।
দুপুর গড়ায় খেলার ছলে
ঘরে ফিরতে হবে,
নইলে শাসন কপাল জুড়ে
ভাগ্যে লেখা রবে।
ওরে দাদা চলরে বাড়ি
বকা খাবার আগে,
পাতার গাড়ি ফেলে রেখে
দৌড়য় আগে ভাগে।
কত খেলা মজা দিত
স্মৃতি হয়ে আছে,
ছেলেবেলা সবার প্রিয়
গোপনে রয় কাছে।