প্রাণহীন আমি
পুঞ্জিভূত স্বপ্নকে জড়িয়ে বক্ষমাঝে
বাঁচতে চেয়েছি নির্জনে।।
বিষন্নতার আগুনে
সযত্নে লালিত বাউন্ডুলে অভিমান
বাঁচে হৃদয়ের কোনে।।
রক্তকরবীর বিসর্জনে
প্রয়ানের আরেক বিবর্ণ ইতিহাস
বলতে চেয়েছি শিউলিমালায়।।
বিষাক্ত রক্তপ্রবাহের
বেদনার্ত অশ্রু বিগলিত দংশন
সইছে ছোঁয়াচে অবহেলায়।।
দুঃস্বপ্নের বাতাসে
নিত্য দৈন্যের রিক্ত অহংকারে
পেয়েছি অবিনাশী আঁচড়।।
কটাক্ষপূর্ণ দৃষ্টি
যেন হৃদয় স্পর্শ করা
অবরুদ্ধ মানসিক চেতনার।।
চেয়েছি বাঁচতে
তোমার প্রেম প্রাবল্যের ছোঁয়ায়
অপ্রত্যাশিত বিনিদ্র রজনী।।
তোমারই শ্রেষ্ঠাংশে
জীবনের চরম সত্য অর্পিত
উদগ্রীব বসন্ত বনানী।।
স্মৃতির আড়ালে
চেয়েছি হৃদয়ের লুণ্ঠিত স্বাধীনতাকে
আলিঙ্গনে ফিরে পেতে।।
আড়মোড়া ভেঙে
উদগ্রীব ফাগুন জাগিয়ে তোলা
রক্তিম গোধূলির শেষসীমান্তে।।
অসীম বর্বরতায়
যেন অনন্তকালের অপেক্ষা
লেখা আছে উপন্যাসে।।
ভালোবাসার প্রাচীরে
তোমায় পেলাম অবশেষে
সুদূর মরীচিকার সারাংশে।।