দুই প্রবীণ-প্রবীণা আজ একা
বয়স তাঁদের বড্ড বেশি,
বিরাশী প্রবীণা,প্রবীণ ছিয়াশি
এখনও জীবন হয়নি বাসি।
কিশোর বেলার বাঁধা গাঁটছড়ায়
খুনসুটিতে জড়ানো প্রীতি,
বোঝায়নি তখন যাপনের মানে
সহাবস্থানে ছিল না মতি।
নবযৌবনে ভালবাসা যুবকটিকেই
কখন যে বানিয়েছিল কবি,
তরুণী হয়ে উঠেছিল তার কবিতা
অন্তরে কন্যা কবিতার ছবি।
যাপনের কালে সংসারের জালে
কখন হারিয়ে গেছে হাসি,
ঘর্মাক্ত কলেবরে বলা হয় নি
দুজন দুজনকে ভালবাসি।
কতো ঝড় তুফান এসেছে জীবনে
কবি ও কবিতার মৈথুনে,
সন্তান সন্ততি ফেলে গেছে তবু
একসাথেই আছে দুজনে।
অশক্ত হাতে কবির আরাধ্যা আজও
বেড়ে দেয় দুটি ডাল-ভাত,
তৃপ্তি ঝলকায় কবির শীর্ণ মুখে
যেন প্রতিদিন নতুন প্রভাতে।
কবির বুকে ভালবাসার জোয়ার
মুখ ফুটে ভেসে যায় নি,
তবু বিশ্বাসে আশ্বাসে কবিতা ভেসেছে
সুপ্ত প্রেমে ভাটা পড়েনি।
আজ গোধূলি বেলায় আঁধার ঘনায়
বিরাশি ছিয়াশির জীবনে,
কবি ও কবিতা নয় তবুও একা
অব্যক্ত প্রেমের সিঞ্চনে।।