আষাঢ় মাসের পূর্ণিমাতে
পৃর্ণ শশী হাসে
গুরু পূর্ণিমার পুজোতে আজ
মন্ডা মিঠাই আসে।
গুরু পূর্ণিমাতে শ্রদ্ধা দিতে
সকল গুরুকূলে
শশীর স্নিগ্ধ জোছনারই আলো
ঝরে ধরাতলে।
আষাঢ় মাসের পূর্ণিমাতে
পৃর্ণ শশী হাসে
গুরু পূর্ণিমার পুজোতে আজ
মন্ডা মিঠাই আসে।
গুরু পূর্ণিমাতে শ্রদ্ধা দিতে
সকল গুরুকূলে
শশীর স্নিগ্ধ জোছনারই আলো
ঝরে ধরাতলে।