প্রস্তর প্রভৃতির পরমায়ু পেরিয়ে
কোয়ান্টাম কম্পিউটারের কূলে
নোঙর বেঁধেছে সভ্যতা
সাময়িক যুদ্ধ বিরতি
স্বস্তিক চিহ্ন এঁকে হেমন্ত ঘুমোতে গেলো
পন বিনিময়ের অশান্ত শয্যায়
অতঃপর বাকি রণক্ষেত্রের বকেয়া ঋণ কাঁধে
হেঁটে চলে পৃথিবীর পদাতিক পা
চিরদুঃখী মেঘের চোখে নিহত ও আহত সংখ্যার
সংখ্যাতীত কান্নার খাঁড়ি
বন্দী পাখিদের ডানায় ভূমধ্য আকাশ
আজও আদর মাখাচ্ছে মাটির মমতায়
এবং গুপ্তচর উপগ্রহের তীক্ষ্ণ তীর
প্রতিটি মানচিত্রের টুকরো হাঁড়ির হেঁসেলে
আপাতত গনকবরের মায়া ওমে গলে যাওয়া
অস্থি অক্ষরপলি সংগ্রহ করছি
কোনদিন আরও অস্থির কবিতার রিপোর্টিং এর
কাজে লাগবে হয়তোবা আরও বিপন্ন কবির