সারাদিন ঝুট ঝামেলা, সেই সকাল থেকে ।
জানিনা, আজ উঠেছিলাম, কার মুখ দেখে !
থালা – বাসন মাজা দিয়ে শুরু হল কাজ ।
গিন্নি গেছে বাপের বাড়ি, রাঁধতে হবে আজ ।
রান্না বলতে আলু সিদ্ধ ডিম ভাতে ,
পেঁয়াজ আর কাঁচালঙ্কা কুঁচিয়ে দিলাম তাতে ।
এরপরে ব্যাগ গুছিয়ে, অফিস পানে পাড়ি ।
দেরি হয়েছিল বলে, বাসটা গেল ছাড়ি ।
বউয়ের মত, গুছিয়ে অত কাজকে আমি পারি !
হুটপাঠাতে হোঁচট খেয়ে, নোখটা গেল উপড়ে ।
পৌঁছে অফিস কাজের গুঁতোয়, পড়লাম মুখ থুবড়ে ।
অফিসে দেরি হবার ফলে ,
খেলাম বসের ঝাড় ।
কাজ হলো না চোখের জলে ,
মটকে দিলেন ঘাড় ।
অফিসে বসে কাঁদো কাঁদো মন , ভাবছে সারাক্ষণ ।
গিন্নি ছাড়া অগোছালো, বিবাহিতদের জীবন ।