শুষ্ক লালচে প্যারেড গ্রাউন্ডের পাশেই
সুপ্রাচীন বৃষ্টি গাছ,
তার নীচে দাঁড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি এল,
বৃষ্টি আর শুধু বৃষ্টি,বাঁধভাঙা বৃষ্টি
নোক্রেক শৃঙ্গে দাঁড়িয়ে তখনও মেঘ, কালো মেঘ
বৃষ্টির সাথে ভেসে আসে বনজ খবর
ভেসে আসে পাহাড়ের সোঁদা মাটির গন্ধ,
পাহাড় আজ বড়ই কৃপণ
নোক্রেকের বৃক্ষরাজি আজ আর ভাল নেই,
বন্যরাও আজ লুপ্তপ্রায় খাদ্য সঙ্কটে
অবিরত লালমাটির ক্ষরণ আজ নোক্রেকের বুকে
গারোপাহাড়ের বৃষ্টিরা আজ তাই
পাহাড়ি দু:খকে অতি সযতনে পৌঁছে দিল
আমাদের কাছে
আর কানে কানে বলে গেল বাঁচতে এবং বাঁচাতে
প্রকৃতি পাঠকে
কাছে টেনে নিতে হবে সবাকার ।