গান সাধনা সকাল বেলায়
বায়স যখন ডাকে, পাখি
মৃণাল তখন পাপড়ি মেলে
পাঁকে ফুটে থাকে।
খিলখিলিয়ে হাসে কুসুম
গোলাপ ফুলের বাগে, গোলাপ
গানের সুরে নিদ্রা নষ্ট
মেনী বিড়াল রাগে।
ভোররাত্রিতে গান সাধনা
প্রায় দুই ঘণ্টা চলে,
পাড়ার লোকে টিটকারি দেয়
লতা আশা বলে।