ছোট্ট ছেলে খেলার শেষে মাঠ থেকে ফিরতে ।
দিগন্ত আকাশে তখন রোদ ছিল এক চিলতে ।।
ছোট ছেলে এল যখন বড় মাঠের মাঝে।
অন্ধকারের অনেক কিছু দেখল সে তার কাছে ।।
সার সার সূক্ষ্ম দেহ দেখল সে চারপাশে।
হাহাকারের দুনিয়াতেই তারা সবাই ভাসে।।
কেউ ভ্রূণ হত্যা কেউ ব্যাভিচার কেউ বা টাকার শিকার।
একই বয়স তাই তাদের হলরে আজ বিকার।।
খেলার ছলে কত গল্প হল তাদের সণে।
কিছু দেখা কিছু অদেখা মাঠের কোণে কোণে।।
বাবা মায়ের অবহেলা দারিদ্র্যতার কবল।
কাউকে বা শেষ করল রোগভোগের ছোবল।।
করল তারা নিস্ফল স্মৃতি রোমন্থন।
গল্প শুনে ছেলেটির চোখ যে হল করূণ।।
বাড়ি এসে ছোট ছেলে বলে কেঁপে মাকে।
এসব কথা তুমি আবার বোলোনা যাকে তাকে।।
সব ঘটনা শুনে মায়ের চক্ষু হল স্থির।
তাঁবিচ কবচ করার জন্য মা হল অস্থির।।
ছেলে কিন্তু উদাসীন বলে ডেকে মাকে ।
মা আমি পুলিশ হব বোলো বাবাকে।।
মা বলে -ঐ শ্মশান দিয়ে আসিস কেন তবে?
ছেলে বলে – এই সমাজের কবে ভালো হবে???