যে মেয়েটা মরলো পুড়ে
তাতেই বলো কি যায় আসে
তুমি দেখো চাঁদের স্নিগ্ধ আলো
দাঁড়িয়ে তোমার বারান্দাতে
আরো কতো মরবে মরুক
এসব ভেবে লাভ কি আছে
নিজের বাদে অন্য কিছুর
নেই তো সময় কারোর কাছে
নিজের মেয়েকে বাঁচতে শেখাও
বিদেশ যাওয়ার মন্ত্র বলে
নিজের দেশে? কি বা আছে
যাবে জীবন রসাতলে
যেতেই হবে বিদেশ তোমায়
নইলে জীবন অন্ধকারে
কেমন মজা ভাবুন দেখি
নিজের বেলায় সবটা ভালো
ও মেয়ে তো গরীব বেজায়
এমন হবে জানাই ছিল
ওদের ঘরের আগুন দেখে
মসকরা আজ করছো যারা
সময় তোমার হয় গো যদি
তবেই দেখো একটু ভেবে
নিজের ঘরে লাগলে আগুন
তবে সেটা কেমন হবে?
যে মেয়েটা মরলো পুড়ে
শুধু গরীব বলে রাত দুপুরে
একটু ভেবো বাবা তার ও
তোমার মতোই একটা মানুষ
ভাসছে কেবল চোখের জলে