দক্ষিণা হাওয়ায় মাধবীর ঢল
বৈশাখেতে মোদের গরমের ছুটি
হাসব ,নাচব ,গাইব মোরা ,
হবে কত কলতান ।
ও..দাদু…..
আজকে আছি ছোট মোরা
কাল হব,দেশ ও দশের মনোবল
দেখ দক্ষিণা হাওয়ায় বইছে মাধবীর ঢল ।
ঘুরব ফিরব ,খাব দাব ,যাব চিড়িয়াখানা
সেইখানেতে দেখব কত পশুপাখি
হরিণ ,শিয়াল ,বাঘের আনাগোনা ।
মা বলেছে ,সামনে নাকি হবে মামার বিয়ে !
দেখোনা দাদু ,তখন যদি ছুটি হয় শেষ ?
আমার চিন্তায় দিয়া ভর
মাধবীলতা নাচে দিনভর ।
ও…আমার ছোট্র সোনা ,চিন্তা কিসের ভাই ?
তোমার স্কুলের গেটে আছে আমার ভাই ।
স্কুল দিদিমণিকে দিয়েছি খবর,
দক্ষিণা পবন রইবে যতক্ষণ ,বইবে তাঁহার গন্ধ
দয়াকরে স্কুল রাখনা একটু বন্ধ ।