ছোট্ট খোকন খায়না কিছুই
মায়ের মন খারাপ,
ডাক্তার ওষুধ ব্যর্থ সবই,
হাতে মোবাইল, মুখে খাবার,
খা খোকন, সোনা খোকন,
তবুও হতাশ যে মা তার।
ছোট্ট খোকন বড়ো হয়েছে
ক্ষিদে এখন ভীষণ,
খাবার ছাড়াও টাকা পয়সা
সবটাই খায় খোকন।
জমি বাড়ি মাছের ভেড়ি
সুন্দরী মেয়েও তার খাবার,
এত খেয়েও বুভুক্ষ খোকন
আরও চায় খাবার।
মায়ের এখন দুঃখ মনে
খোকন কেন এত খায়?
ভুলেই গেছে মা যে এখন
ছেলে মস্ত নেতা যে তার।