কাটাকুটির খেলাটি অন্তিম লগনে এসে
থমকে দাঁড়ায়।
কি লাভ হলো জীবনে
কতটা লোকসান হিসেবের খতিয়ানে?
যার পর নাই চুলচেরা বিচারে
ঘনঘন ভ্রূ চমকে ওঠে,
এক পায়ে খাড়া ছাত্রটি
কুর্ণিশ করে দুর্ভাগ্যের বারবেলায়।
উত্থান-পতনের সহস্রধারায় স্নানটি সেরে
মুখ বুঁজে এগোতেই হয় সময়ের হাত ধরে,
পোড়-খাওয়া জানের অভিজ্ঞ চলনে
শিক্ষার ভান্ডারটি হয়েছে সমৃদ্ধ,
সেখানেই দুঃখগুলো সহাস্যে গুণগুণিয়ে ওঠে
আবিষ্ট মনটি বিরক্তির তোয়াজে হয় ঋদ্ধ।
হৃদয় ভরে শ্বাসটি নিয়ে শেষ নিঃশ্বাস অবধি
কাটাকুটির খেলাটি পাবেই মদত।