খেয়ালী মন যায় হারিয়ে কোন্ অজানা ঠাঁয়,
মন খারাপি মেঘ দুপুরে চোখেতে জল ছায়।
উদাসী কোন্ বাউল চলে কৃষ্ণ কথা গানে,
জীবন তরী বাইছে মাঝি ভাটিয়ালীর টানে।
ছন্দহারা ছন্নছাড়া গহিন দুখে ভাসি,
বুকের মাঝে কান্নাগুলো গুমরে রাশি রাশি।
নীরব ব্যথা অশ্রুধারে সিক্ত করে মোরে,
না বলা সব চুপকথারা জড়ায় যেন ঘোরে।
শীতল বায়ে মেঘ দুপুরে কানের মাঝে ছুঁয়ে,
কিযেন এক গোপন কথা বলতে ঢলে নুয়ে।
আলোক দেখে উঠলো জেগে বিবশ মন আজি,
প্রেমের ছোঁয়া পায় সে বুঝি বিভোরতায় সাজি!
চমকে চেয়ে তাকানো যেই মুগ্ধতা যে মনে,
অরূপ রূপে সাজলো ধরা মেঘবালিকা সনে।
মন খারাপি মেঘ দুপুরে মধু আবেশ মাখে,
খেয়ালী মন বিবশ বড়ো আঁকড়ে ধরে রাখে।
কল্পলোকে ছায়ায় ঘেরা অচিন দেশে গিয়ে,
সুখ পাখিটা আনতে ধরে উতল হলো হিয়ে।
মন বলাকা উড়াল দিলো চেপে মেঘের ভেলা,
উধাও হলো এক পলকে মন খারাপী বেলা।