এখন তো আঁচল খসে পড়ে ভূয়ে
বুকের খোলা আকাশ উঁকি দেয় ছুঁয়ে
কামনার অন্ধকার গহ্বরে
তুমি এখনও নীরব,নিশ্চুপ
ফলাফল বড় নিদারুন ,
ভাঙাচোরা এক আগামীকাল ?
ত্রিশূল,শিবলিঙ্গ পাবে না নিস্তার
রমন স্পৃহায় মেতেছে কাতর
দিশাহীন, উদভ্রান্ত নেশা জেগেছে শিরায়
ছুটেছে কন্ডোম পড়াবে অজ্ঞান – উন্মাদে ।