আধকাঁচা ঘুমে জানালায় উঁকি
অপরুপ আকাশে শুকতারা খুঁজি
দেখা মেলা ভার তবু যদি আর একবার
দেয় উঁকি বলবো তাকে…
কতজন চলে অচেনা পথে
সঙ্গ দিয়েছ তাদেরই সাথে
আমি দিশেহারা বেভুল দিশাতে!
যে রাতে ভুল হয়েছিল কোন গোপন চাদরে
শেয়ালগুলো ছিঁড়ে খেল এই বনের ধারে
কুয়াশায় ঢাকা ফ্যাকাসে বেলা যায় না ভোলা,
মেঘের রোষ ভেঙে তছনছ থমকে চলা
বাতি জ্বালাই সন্ধ্যাবেলায় তারার খোঁজে ।