খুঁজে ফিরি যারে নাহি পাই তারে
তবু নাহি মানে মন,
তাঁকে ছাড়া হৃদে যেন কাঁটা বিঁধে
ঘর খানি লাগে বন।
কেন গেলো চলে আঁখি ভাসে জলে
কিবা দোষ ছিলো মোর,
বারি ধারা ঝরে ভয়ে বুক ভরে
চোখে নামে তমা ঘোর।
আশা ছিলো বুকে রবো দোঁহে সুখে
প্রীতি ভরা রবে মন,
ভুল বুঝে নিয়ে মনে ব্যথা দিয়ে
গেলো চলে প্রিয় জন।
ফিরে যদি আসে ঢেলে প্রীতি রাশে
ভরে দেবো যত সুখ,
খুঁজে চলি রোজ পাই যদি খোঁজ
হরে যাবে তত দুখ।