ভুক্তভোগী মানুষ ছাড়া
বোঝে কি কেউ ক্ষুধার জ্বালা?
জঠর জ্বালায় কাতর শিশু
দেখলে পরে পরাণ ফালা।
দু’ মুঠো ভাত পাবার আশে
ঘুরছে যারা ভিক্ষা করে,
ফ্যান ভাতটা যদি মিলে
খুশির জয়ে মনটা ভরে।
খিদের জ্বালা থাকলে ঘরে
বিরস তখন কাব্য সুধা,
বুভুক্ষু চোখ স্বপ্ন দেখে
গরম ভাতে মিটবে ক্ষুধা।
বিত্তবানের সুখী চিত্ত
ঢালাও আছে খাদ্য নানা,
দীন দুখীর মন্দ কপাল
ক্ষুধার পেটে নেইকো দানা।
জগত মাঝে বাঁচতে হলে
শ্রমের কাজে থাকবে সবে,
অন্যথায় যে ভোগ তিয়াসে
ক্ষুধার জ্বালা সইতে হবে।