এক বিধাতার সৃষ্টি জানি
এই পৃথিবীর মানুষ সবাই,
তবে কেন বিভেদ সেথায়
প্রতিদিন যে দেখতে পাই।
কেউবা থাকে ভোগ বিলাসে
ভালোমন্দ খাবার খেয়ে,
কারো কাটে জঠর জ্বালায়
ভিক্ষাপাত্র হাতে নিয়ে।
যাদের আছে অনেক টাকা
দামী পোষাক বাড়ি গাড়ি,
কারো স্থান যে পথের বাঁকে
কপাল খানা ফাঁকা ভারী।
ধনীর সন্তান সুখে থাকে
ভালো জামা ভালো খাদ্যে,
ক্ষুধায় কাতর শিশু মায়ের
খাবার দেবার নেইকো সাধ্যে।
অনাথ তারা দুঃখী তারা
দুখ দহনে দিন যে কাটে,
অভাব তাদের অঙ্গভূষণ
বসত তাদের পথে- ঘাটে।
বিধির বিচার বড়োই আজব
বৈষম্যটা এমন কেন?
প্রশ্নটা আজ বোবা ব্যথায়
দুঃখীর মনে জাগছে যেন!
খুব বেশি তো চাইনা মোরা
দুমুঠো ভাত ক্ষুধার পেটে,
তাই বা দেবার মানুষ কোথায়
মিছেই ঘুরি হেঁটে হেঁটে।
জনম যদি দিলে তুমি
রাখলে কেন গরীব করে,
দয়াল তোমায় বলে সবাই
কৃপা কবে পড়বে ঝরে?