তবুও একা পথ চলি রোজ ক্লান্তিবিহীন
জীবনপুরের বাতাস আলোয় একবুক ঋণ!
মন বাগিচায় গোলাপ বেলির নীরব জ্বলন
পাথর চাপা ফল্গুধারার অবাধ চলন!
ঘুমিয়ে আছে বিনিদ্র রাত তক্তপোষে
আপোষবিহীন মুক্তি হাসে দুখ আপোষে
নিদাঘবেলার শুকনো পাতায় জমাট ধূলো
টুকরো হয়ে ভাসছে হাওয়ায় ক্ষতের তুলো-
অপেক্ষাদের লক্ষ্য বোনে বিষাক্ত তুন
নীল হয়ে যায় তবুও নিলয় হয় নাকো খুন
ফাগুন লিপি আগুন হতেই ছাই হল শোক
বসন্তের ওই মাতাল শাখে রক্ত অশোক
সময় তারের সংলাপে গাঁথা মিনার চুমে
পার হয়ে যাক বিষন্ন মেঘ রাত নিঝুমে
একলা হাওয়া একলা সময় একলা জমিন
সৃষ্টির অকুল কৃষ্টি পাথারে যাক হয়ে লীন।