আমাকে আমার কথা বলতে দাও হে সামাজিকতা ,
ভ্রষ্টাচার আর দুর্নীতির বিরুদ্ধে কলম হাতে আমাকে লড়তে দাও বিধাতা ,
দেখো আমার সারা শরীর রক্তাক্ত ,ধুলোমাখা ছিন্ন পোশাকে আমি উজ্জ্বল ,
কাঁটার মুকুট পড়া মানুষেরা আমার বন্ধু ,আপনজন ।
আমি সেই কবি যে কোনো ভয়েই অপরাধীকে স্যালুট করবেনা যার হৃদয়ে মানবিকতা নেই ।