প্রতিদিন চৈত্রমাস
নিঃশব্দ বলে কিছু থাকে না
শব্দ থাকেই
রাতকলম লিখে ঝরাপাতার শব্দ
উল্কা পতনের কখনো
দেহ থেকে শরীর ঝরে পড়ার শব্দ
ছুটে যান পোশাকের শহরে
মা,শিশু আকাশ জামাপ্যান্ট
টোকা ঝুড়িতে রাখতেন
রোদে দিলেই
বাজাতাম নিঃশ্বাসের হারমোনিয়াম
আয়ু তো প্রসিদ্ধ মিউজিক
প্রতিটি পৃথিবীর হৃদয়ে গোপন
কোকিলদরজা