জলার ধারে নদীর পাড়ে
কেয়া ফুলটা দেখে,
কেয়া পাতার নৌকো ভাসায়
শিশু খুশি মেখে।
গুণের খাতা কেয়ার পাতা
লাগে ঔষধ কাজে ,
কেয়ার সুবাস ছড়ায় চারপাশ
আনন্দে মন রাজে।
কেয়ার কথা কাব্যে লেখেন
মোদের কবি রবি,
পাঠের সনে মুগ্ধ মনে
ভাসে কেয়ার ছবি।
জলার ধারে নদীর পাড়ে
কেয়া ফুলটা দেখে,
কেয়া পাতার নৌকো ভাসায়
শিশু খুশি মেখে।
গুণের খাতা কেয়ার পাতা
লাগে ঔষধ কাজে ,
কেয়ার সুবাস ছড়ায় চারপাশ
আনন্দে মন রাজে।
কেয়ার কথা কাব্যে লেখেন
মোদের কবি রবি,
পাঠের সনে মুগ্ধ মনে
ভাসে কেয়ার ছবি।