হে গঙ্গা,তোমা হতে দূরে যেতে মন নাহি চায় হায় ।
হায় !তবু যেতে হয়,তাই মোর মন করে গোল।
ফেলে রেখে মাতৃভূমি মম দেহ ধায় দূরে,
ফেনিল সমুদ্র পাশে যেথা শান্ত পাহাড়ের কোল ।
আমি কার কে আমার মাতা?
বঙ্গ মাতা? নাকি অঙ্গ মাতা?
নাকি নভতলে আছে যত ভূমি ,
মাতা মোর কহ ওগো তুমি ।
এত হীন নহে মোর মাতা–
সন্তানে তাহার রাখে
গন্ডি মাঝে করি আবদ্ধ ,
ভারত মাতা ! না বিশ্ব মাতা !জাগে সন্দেহ ।।
হে বিশ্ব মাতা ,আমি হব তব সন্তান ।
তোমার ই আলয়ে রব ,দিও মোরে স্থান ।
না করিব দুঃখ বলে ,হে গঙ্গা দাও দেখা !
বঙ্গোপসাগরে মেলে গঙ্গার শাখা ও প্রশাখা ।।
করতলে সেই জল নিয়ে,ওঁ গঙ্গা বলে যদি আচমন করি–
মা গঙ্গা দিবেন দেখা সমুদ্র উপরি!
বল তবে পাব দেখা কার?
মা গঙ্গার ? না বিশ্ব মাতার?