কে? (রক্তিম বিষয়ে আলোচনা)
দরজা খোলা
আর দরজা বন্ধের শব্দ।
কে হাঁটো?
লাল নকশো পাড়ে
বিবেচনাহীন ঝাঁপিয়ে পড়ার ঢেউ।
কে হাসো?
দেয়াল ভরে যায়
খাজুরাহোর অলৌকিকে।
কে টালমাটাল করো
স্মৃতির ওয়ার্ডরোব?
উত্তর নেই।
দরজা খোলা
আর দরজা বন্ধের শব্দ
দরজা খোলা
আর দরজা বন্ধের শব্দ।
কে হাঁটো?
লাল নকশো পাড়ে
বিবেচনাহীন ঝাঁপিয়ে পড়ার ঢেউ।
কে হাসো?
দেয়াল ভরে যায়
খাজুরাহোর অলৌকিকে।
কে টালমাটাল করো
স্মৃতির ওয়ার্ডরোব?
উত্তর নেই।
দরজা খোলা
আর দরজা বন্ধের শব্দ