ফলন না হলে
থাকে না আর ধানজমি
বাতাস নোটবুক স্বাক্ষরে
থাকে না
পরাগ মিলনের মৌসম
রোদ আঁকে না আলপনা
রাত চোখে অশ্রু
সকালে ফুল হয়ে ফোটে
গন্ধ নেয় মাটি, গভীর শিকড়
মাঠময়
আকাশ নীলে
এ পৃথিবী শুধুমাত্র
বর্ণহীন,গন্ধহীন প্রসিদ্ধ শোক
ফলন না হলে
থাকে না আর ধানজমি
বাতাস নোটবুক স্বাক্ষরে
থাকে না
পরাগ মিলনের মৌসম
রোদ আঁকে না আলপনা
রাত চোখে অশ্রু
সকালে ফুল হয়ে ফোটে
গন্ধ নেয় মাটি, গভীর শিকড়
মাঠময়
আকাশ নীলে
এ পৃথিবী শুধুমাত্র
বর্ণহীন,গন্ধহীন প্রসিদ্ধ শোক