এখনো ভাঙে নি ভাঙে নি মেলা
নদীর তীরের মেলা ।
এ শুধু আষাঢ় – মেঘের আঁধার ,
এখনো রয়েছে বেলা ।
ভেবেছিনু দিন মিছে গোঙালেম ,
যাহা ছিল বুঝি সবই খোয়ালেম ,
আছে আছে তবু , আছে ভাই , কিছু
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে আজ ঘটে নাই
কেবলি ফাঁকি ।
বেচিবার যাহা বেচা হয়ে গেছে
কিনিবার যাহা কেনা ,
আমি তো চুকিয়ে দিয়েছি নিয়েছি
সকল পাওনা দেনা ।
দিন না ফুরাতে ফিরিব এখন—
প্রহরী চাহিছ পসরার পণ ?
ভয় নাই ওগো , আছে আছে , কিছু
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে ঘটে নি ঘটে নি
কেবলি ফাঁকি ।
কখন বাতাস মাতিয়া আবার
মাথায় আকাশ ভাঙে !
কখন সহসা নামিবে বাদল ,
তুফান উঠিবে গাঙে !
তাই ছুটাছুটি চলিয়াছি ধেয়ে—
পারানির কড়ি চাহ তুমি নেয়ে ?
কিসের ভাবনা , আছে আছে , কিছু
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে ঘটে নি ঘটে নি
কেবলি ফাঁকি ।
ধান – খেত বেয়ে বাঁকা পথখানি ,
গিয়েছে গ্রামের পারে ।
বৃষ্টি আসিতে দাঁড়ায়েছিলেম
নিরালা কুটিরদ্বারে ।
থামিল বাদল , চলিনু এবার—
হে দোকানি , চাও মূল্য তোমার ?
ভয় নাই ভাই , আছে আছে , কিছু
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে ঘটে নি ঘটে নি
সকলি ফাঁকি ।
পথের প্রান্তে বটের তলায়
বসে আছ এইখানে—
হায় গো ভিখারি , চাহিছ কাতরে
আমারো মুখের পানে !
ভাবিতেছ মনে বেচা – কেনা সেরে
কত লাভ করে চলিয়াছে কে রে !
আছে আছে বটে , আছে ভাই , কিছু
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে ঘটে নি ঘটে নি
সকলি ফাঁকি ।
আঁধার রজনী , বিজন এ পথ ,
জোনাকি চমকে গাছে ।
কে তুমি আমার সঙ্গ ধরেছ ,
নীরবে চলেছ পাছে ?
এ ক’টি কড়ির মিছে ভার বওয়া ,
তোমাদের প্রথা কেড়েকুড়ে লওয়া—
হবে না নিরাশ , আছে আছে , কিছু
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে ঘটে নি ঘটে নি
কেবলি ফাঁকি ।
নিশি দু – পহর , পঁহুছিনু ঘর
দু – হাত রিক্ত করি ,
তুমি আছ একা সজলনয়নে
দাঁড়ায়ে দুয়ার ধরি ।
চোখে ঘুম নাই , কথা নাই মুখে ,
ভীতপাখিসম এলে মোর বুকে—
আছে আছে বিধি , এখনো অনেক
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে ঘটে নি ঘটে নি
সকলি ফাঁকি ।