কত জমা কথা তুলি দিয়ে জল রঙ করে মনমন্দিরে―
টুকরো টুকরো মেঘ ছবি আঁকে নীলাকাশের বুকে―
কিছু কুয়াশার চুপকথা উঁকি দেয় মানসপটে―
মনে আসে হেমন্তের সকালে তোমার উষ্ণ আলিঙ্গন―
কুয়াশাচ্ছন্ন ভোরে একসাথে খেজুরের রস খাওয়া―
তারপর শৈশব,কৈশোর ছেড়ে স্বপ্ন কিনতে চলে গেলে বিদেশে―
প্রথম প্রথম স্কাইপ,ভিডিও কল, সকাল-সন্ধ্যায় ফোন―
তারপর সব ডিলিট,ব্লক পুরো অস্তিত্ব গায়েব―
আমার জীবন যে তোমাতে শুরু তোমাতেই শেষ―
আমার ছকে বাঁধা দৈনন্দিন জীবনে ছিল প্রিয়তমর অভ্যেস―
ভালোবাসায় যখন কুয়াশা নামে মন একদম সাদা থান হয়ে যায়―
সৃষ্টি হয় এক কবির―
সব নিঃশেষ হয়ে পড়ে থাকে কিছু অক্ষর―
সেই অক্ষরমালা দিয়ে রচিত হয় দুঃখের কবিতা―
বিরহের জ্বালায় কাঁদে কবি প্রেমিকার মন―
সবাই বলে সে নাকি অসৎ,ঠক,প্রতারক―
তবুও অপেক্ষার প্রহর গোনা―
এরপর আমি আর থাকব না ―
কাল হয়তো তুমিও থাকবে না―
শুধু বেঁচে থাকবে আমাদের ভালোবাসা।।
কুয়াশাচ্ছন্ন ভোরে হয়ত হবে আবার দেখা।