প্রিয় দর্শিনী রাজ নন্দিনী
সুরমা টেনে চোখে,
চাঁদের মায়ায় কভু আসে যায়
দেখে অবাক লোকে।
চপলা হরিণী চাঁপা বরণী
কমলকলি রূপে,
দুর্বার টানে ছুটি তার পানে
আড়ালে হেরি চুপে।
রেশমের শাড়ি অঙ্গেতে নারী
অলঙ্কারে সাজে,
সুঠাম অঙ্গে ললিত ভঙ্গে
মদালসা যে রাজে।
কেকার ছন্দে নাচে আনন্দে
রূপসী বালা মোর,
ছুটে সেথা গেলে দেখা নাহি মেলে
লাগে বিষম ঘোর।
কাছে নাহি আসে দূরে থেকে হাসে
যেন কুহেলী মায়া,
পাগলের মত খুঁজে চলি কত
যেথায় দেখি ছায়া।
চাতক তিয়াসী প্রেম পিয়াসী
দেখিতে চাহি তারে,
নারী কুহেলিকা নাকি প্রহেলিকা
বসিয়া থাকি দ্বারে।