আমরা বাঙালিরা
কুলীরক-মানুষেরদল!
কাউকে উপরে উঠতে দেখলেই
পিছন থেকে টেনে ধরি।
কামড়াকামড়ি, মারামারি,
দলাদলি, আমাদের জাতির ধর্ম।
এদের মধ্য থেকে উপরে ওঠা-ই দুষ্কর!
কুলীরকেরা কাউকে ওপরে উঠতে দেয় না!
উপরে উঠতে দেখলেই, কাঁকড়ার মতন
একে অপরের ঠ্যাং কামড়ে,
নিজেরাই নিজেদের ঠ্যাং
ভেঙে পড়ে থাকে।
পিছোতে পিছোতে আজ
দেয়ালে ঠেকে গেছে পিঠ,
তবুও চৈতন্য হয় না!
কেউ উপরে উঠতে গেলে কিংবা কেউ
দেশের প্রধান হতে চেষ্টা করলে,
আমরা তার ঠ্যাং টেনে ধরি।
বিস্মিত হতে হয়,
অবাঙালি, কিংবা গুজরাটিদের
একতা দেখে।
তাদের এমন ঐক্য আছে বলেই,
সারা ভারতে আজ তাঁদের আধিপত্য!
বাঙালি তাঁরা শিক্ষা-দীক্ষায়,
জ্ঞানে গুণে শ্রেষ্ঠ হলেও দেশের মানুষ
সম্মান দেয় না তাঁদের!
তাঁরা সম্মানিত হন বিদেশে গিয়ে!
দেখুন না, বাঙালি নোবেলজয়ীদের
দিকে তাকিয়ে,
স্বামীজী থেকে রবীন্দ্রনাথ!
বিদেশে সম্মানিত হলে কুলিরকেদল
তখন হাতের মুঠি খুলে তালি বাজাবে।